কালো বলে করছ কারে অবহেলা;
জান সে হতে পারে কৃষ্ণের চ্যালা।
জগতকে করল রক্ষা দেবী কালী;
কাল বরণে জগৎ মাতালো বনমালী।

কাজল কালো কালো চোখের মনি;
সে আলোতেই দুনিয়া হয় রোশনি।
ভুলিও না রাতের অন্ধকার কালো;
তাইতো দিনের আলো লাগে ভালো।

সাদাকালো সেতো বাইরের আবরণ;
সাদা মানুষ সবার আছে কি সাদা মন?
বহু সাদার দেখেছি কুটিল কাল মন;
বহু কালো রাঙ্গিয়া তোলে মধ্য গাগন।

মার্টিন লুথার কিং লেনসন ম্যান্ডেলা;
কালো হয়েও দুনিয়া করেছে জালা।
হিটলার মুসোলিনি সাদা চেহারা ধারী;
তাদের জন্যে সাত কোটি যমের ঝাড়ি।

সাদাকালো সবার শরীরে লাল রক্ত;
দেহে আছে সমান হাড় নেই বিভক্ত।
সাদা রক্তের মানুষ পাবেনা একজন;
মানুষ যারা সবার মাঝেই আছে মন।

সাদা কালো নিয়ে ভেদাভেদ নয় আর;
মানবী গুণাবলীর বিকাশ চাই সবার।
সবার জন্য চাই সত্যিকারের সাদা মন;
যে মন মুহূর্তে পরকে করে নেয় আপন।
তারিখ: ২৯-০৮-২০২৩ ইং;