পার্ল হারবারের মৃত্যু মিছিলে ছিলেম আমি।
শুনেছি আহত মানুষের বুকফাটা কান্না।
দেখেছি ছিন্নভিন্ন লাশের বিবর্ণ চিত্র।
দেখেছি সন্তান হারা মা’র বুকফাটা আর্তনাত।


আমি স্তালিনগ্রাদ যুদ্ধের সাক্ষী হয়ে আছি।
জার্মান বর্বরতা আমার সম্মুখেই ঘটেছে।
দেখেছি সোভিয়েত প্রতিরোধ দৃশ্য।
দেখেছি মৃত্যুর মিছিল আহতদের হাহাকার।


লেলিনগ্রাদে নয়’শ দিন অবরুদ্ধ ছিলেম।
নাৎসি বাহিনীর বর্বরতার আমি সাক্ষী।
আমার সম্মুখে নির্বিচার গোলাবর্ষণ চলে।  
আমার সামনেই মানুষ নরমাংস ভক্ষণ করে।


ছোট্ট তানিয়ার ডায়েরিতে আমাকে পাবে।
দেখেছি অনাহারে, তীব্র শীতে মৃত্যুর মিছিল,
তীব্র শীতে জার্মান সৈন্যের বাঁচার আকুতি।
চোখের সামনে ঘটেছে মানবতার পরাজয়।


হিরোশিমা নাগাসাকিতেও ছিলেম আমি।
আমার সামনেই পারমাণবিক বোমা পরে।
লক্ষ লক্ষ মানুষের আর্তনাদে ভারী বাতাস।
মানুষকে মনে হল ভাইরাস ব্যাকটেরিয়া।


এন্টিবায়োটিক যেভাবে করে থাকে ধ্বংস,
কোট কোটি ভাইরাস ব্যাকটেরিয়ার বংশ।
সেভাবেই দেখেছি পারমানবিক বোমাকে
মারছে মানুষ, উল্লাসিত হয়েছে আমেরিকা।

রাশিয়া ইউক্রেন যুদ্ধেও পাবে আমাকে।
দেখেছি ভিয়েতনামে আমেরিকার নৃশংসতা।
আমি দেখেছি চেঙ্গিস হালাকু খানকে।
দেখেছি তাদের ধ্বংযজ্ঞ নারকীয় উল্লাস।  

কোন যুদ্ধেই সত্যিকারের হয় না জয়।
শুধুই চলে ধ্বংস আর মানবতার পরাজয়।  
সকল যুদ্ধেই তোমরা আমাকে পাবে।
আমি ধর্ষিতা আমি পরাজিত মানবতা।
তারিখ: ১১-০৪-২০২৪ ইং;


সবার প্রতি রইল পবিত্র ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন। ঈদ মোবারক!!