দুনিয়াতে কেউ ভাসে সুখের সাগরে;
কেউবা শুধুই হাহাকার করে।
কারো আছে অঢেল অর্থবিত্ত;
কেউ একেবারেই রিক্ত।
কার পান্ডিত্য দুনিয়া জোড়া;
কেউ কেউ আবার রেসের ঘোড়া।


কারো আছে ধন সম্পদ নেই সন্তান;
কারো আছে সন্তান নেই মান।
কারো আছে টাকাকড়ি গাড়ি বাড়ি;
ঘরে নেই লক্ষ্মী নারী।
ঘরে আছে অগণিত টাকা করি;
রোগ যন্ত্রণার বিছানায় আছে পরি।


সুখ-দুঃখ হাসি-কান্না নিয়েই তো জীবন;
সব কিছু করে নিতে হবে আপন।
মুহূর্তে কালো মেঘ ঢাকে নির্মল আকাশ;
দুর্ঘটনায় হারিয়ে ফেলে উচ্ছ্বাস।
সবাই তো হয় না সুখী পায়না সব;
মাটির পৃথিবীতে অনন্ত সুখ নহে সম্ভব;
তারিখ: ১৯-০৪-২০২৪ ইং;