মোঃ খবির উদ্দিন

নশ্বর এ দুনিয়া মাঝে, নহে কোন অহংকার;
দুনিয়া বহিবেনা, তোমার অহংকারের ভার।

সাদ্দাদ, নমরুদ, আবরাহা, লাহাব, ফেরাউন;
অহংকারের কারণেই হয় বলী তাদের জীবন।

অহংকার নহে আর জীবের প্রতি থাক সদয়;
ইহকাল পরকাল দু'কালেই হবে তোমার জয়।
             তারিখঃ ০৯-১২-২০২২ ইং