স্বার্থের শিকলে আছে বাধা ভালোবাসা;
মিটে না তাই মানব হৃদয়ের আশা।
ভালবাসি ভাই সাথে গাড়ি বাড়ি চাই;
খালি পেটে এ জগতে ভালোবাসা নাই।


অর্থ স্বার্থ বিনে ভালোবাসা মিছে কথা;
পূজার অর্ঘ্য বিনে তুষ্ট নহে দেবতা।
দেবতাও স্বার্থের শিকলে চির বাধা;
ফুল অর্ঘ্য বিনে তুষ্ট হবে কেন রাধা?


ছোট্ট শিশু সেও করে স্বার্থের বেসাতি;
মাতৃ দুগ্ধের জন্য হয় মায়ের সাথী।  
পিতা-মাতা সন্তান সবে আপনজন;
স্বার্থের কারণে ছিন্ন রক্তের বন্ধন।


ভালোবাসা পায় নাই হৃদয়ের ভাষা;
স্বার্থের বেদিতে বলিদান ভালোবাসা;
তারিখ: ১৮-০৪-২০২৪ ইং;