বিপন্ন প্রকৃতি করছে বৈরী আচরণ;
দায়ী অতিমাত্রায় কার্বন নিঃসরণ।
         মানুষ বড়ই স্বার্থপর;
        নষ্ট করছে ওজোন স্তর।
   প্রতিনিয়ত প্রকৃতিকে করছে ধর্ষণ;
প্রকৃতি তাই হয়েছে প্রতিশোধ পরায়ণ।  

বৈশাখে মেঘমালার দেখা নাই আকাশে;
  পর্যাপ্ত জলীয় বাষ্প মেলেনা বাতাসে।    
        গরমে জন জীবন ওষ্ঠাগত;
         প্রকৃতি নেই আগের মত।
  নাব্যতা হারিয়ে নদী করছে হাহাকার;
যথেচ্ছাচার ব্যবহার নামছে জলের স্তর।


তাপমাত্রা বাড়িয়েই শান্ত হয়নি প্রকৃতি;
ঋতুচক্রে পরিবর্তনে সৃষ্ট নতুন রীতি।  
        বর্ষায় ঝরেনা পর্যাপ্ত বৃষ্টি;
       শীতে গরম বাঁচবে কি সৃষ্টি?
সময় থাকতে মানুষ হয়ে যাও সাবধান;
রক্ষা করো প্রকৃতি নইলে বাঁচবে না জান।  
তারিখ: ২৪-০৪-২০২৪ ইং