ভীরুরা মরার আগে মরে বহুবার;
বীরেরা মরে জীবনে মাত্র একবার।
দুর্বল কাপুরুষই করে আত্মহত্যা;
সন্দেহ নেই অতি দুর্বল সেই আত্মা।


জীবন নহে আরামের পুষ্প বিছানা;
এ কথা নিশ্চয়ই আছে সবার জানা।  
দুঃখ ব্যথা আপদ জীবনের অংশ;
পড়লে বিপদে করবে জীবন ধ্বংস?


পশু-পাখিরাও বাঁচার জন্য মরিয়া;
মানুষ হয়ে এত নিচু তোমার হিয়া।
এ জীবনটা তো বিধাতার শ্রেষ্ঠ দান;
করলে আত্মহত্যা স্রষ্টার অপমান।


সেইতো মানুষ বিপদকে করে জয়;
আত্মহত্যা জীবনের সমাধান নয়।
তারিখ: ১১-৪-২০২৪ ইং;