মেঘবালিকাদের দেখা নাই বহুদিন ধরে;
শুনেছি তারা বন্দী এখন অসুরের ঘরে।
অসুররা করে চলছে অগ্নিবান বর্ষণ;
ওষ্ঠাগত তাই দেবতাদের জীবন।
দেবতারা করছেন হায় হায়।
অসুরদের অত্যাচারে জীবন বুঝি যায়।

মেঘ বালিকাদের বজ্রনাদে অসুর মনে ভয়;
বাধ্য হয়ে মেনে নেয় পরাজয়।
বায়ুকোণে আবির্ভাব মেঘবালিকার;
ধূসর কালো রুদ্র মূর্তি তার।
বায়ু দেবতার সাহচর্যে তাণ্ডব নৃত্য;
এলো চুল কালবৈশাখী সাজ আমন্ত্রণ মৃত্যু।


অবশেষে তারা শান্ত রূপ করিল ধারণ;
সহাস্যে ধরাধামে করে আগমন।
উড়ে উড়ে ঘুরে চলে হাসিমুখে;
দেখে মনে হয় আছে তারা মহাসুখে।
চলছে এখন বারিধারা বরিষণ;
স্নিগ্ধ প্রকৃতি শান্ত শীতল এখন সবার মন।
তারিখ:১৯-০৪-২০২৪ ইং;