দরিয়ায় আছে সম্পদ অফুরান;
আছে প্রাণের টান।
বিশালত্বের তীব্র আকর্ষণ;
আনমনা আর চঞ্চল করে মন।
বিশালত্ব দোলা দেয় প্রাণে;
তাইতো ছুটে আসে সাগর পানে।
সাগর হৃদয়ে স্বপ্ন বোনে;
আনমনা হয় সাগরের গান শুনে।


দরিয়ার নোনা জল সম্পদে ভরা;
বিধাতার নিপুন হাতে গড়া।
মাছের বিশাল ভান্ডার;
যোগান দেয় মানুষের জীবিকার।
সম্পদের পাশে বিপদের হাতছানি;
মানুষ নিয়েছে মানি।
আছে কুমির আছে হাঙ্গর;
তবু নিশির ডাকের মত টানে সাগর।


আছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের ধ্বংস;
মুহূর্তে করে ফেলে নির্বংস।
মানুষ হয়ে যায় রিক্ত নিঃস্ব;
উহু কী নৃশংস হৃদয় বিদারক দৃশ্য।
তবু ছাড়তে পারে না দরিয়ার পাড়;
বাঁধে ঘর বারবার।
সমুদ্রের এই তীব্র আকর্ষণ;
কেড়ে নেয় দরিয়া পারের মানুষের মন।
তারিখ; ২৯-০১-২০২৪ ইং