খুলে ফেল রঙ্গিন চশমা;
                      দুনিয়াটা দেখ চর্মচক্ষে;
বর্ণ গন্ধই শুধু, নাহি ফুলে,
              কাঁটাও আছে গোলাপ বক্ষে।

সাবধানে তুলতে হবে ফুল,
                      নইলে বিঁধে যাবে কাঁটা।
কাঁটার ঘায়ে ক্ষতবিক্ষত
                 হয়ে যাবে, তোমার হৃদয়টা।

রঙিন এ দুনিয়ার ঘাটে ঘাটে,
                      আছে নানা ফাঁদ পাতা;
সাবধানে ফেলতে হবে পা,
                     নইলে পরবে তুমি বাঁধা।

গগনচুম্বী অট্টালিকার ভিড়ে
                   হারিয়ে ফেলনা নিজেকে;
পাষাণের মাঝে পাবে না
                   খুঁজে, তোমার অস্তিত্বকে।

রঙিন পোশাকের আড়ালে,
               লুকিয়ে রয়েছে কুৎসিত মন;
একবার যদি ধরা দাও,
            ব্যর্থ হয়ে যাবে তোমার জীবন।

পথে আছে নানা বাঁক,
                   আছে পিচ্ছিল গিরি খাদ;
একবার পিছলে গেলে,
                   ভেঙে যাবে তোমার দাঁত।

মনে রেখ, যদি কর ভুল,
                        দিতে হবে বড় মাশুল;
আত্ম উপলব্ধি দরকার,
                     কল্পলোকে নয় মশগুল।

রঙিন চশমা ফেলে দাও,
                    খালি চোখে দেখ দুনিয়া;
লক্ষ্যের দিকে এগিয়ে যাও,
            আনতে পারবে বিজয় ছিনিয়া।
       তারিখঃ ১৫-১২-২০২২ ইং;