প্রকৃতির রুক্ষ আচরণে কাজকর্ম ব্যাহত;
    প্রচন্ড তাপদাহে জীবন ওষ্ঠাগত।
           প্রকৃতিটা বড়ই রুক্ষ;
           প্রাণীর জীবনে দুঃখ।
    তাপদাহে ঘরে থাকা ভীষণ দায়;
ফ্যানের বাতাস গরম জীবনটা অসহায়।  


কৃষক কৃষাণীর জীবন তাপদাহে অস্থির;
  গরমে ছাতি ফাটে নয়নে ঝড়ে নীর।
          তবু নেই একটু বিশ্রাম;
          ঝরঝর ঝরে চলে ঘাম।
   মাথার ওপর তপ্ত সূর্যের তাপ বর্ষণ;
তবু থামেনা মাঠে কাজ অভিশপ্ত জীবন।

প্রচন্ড গরমে বন্ধ পাখির খাদ্য অন্বেষণ;
  পত্রের ছায়ায় দেহ করেছে গোপন।
        পশুরা ঘুমিয়ে বৃক্ষ ছায়ায়;
         প্রাণীকুল বড়ই অসহায়।
  গরমে থেমে গেছে জীবনের গান।
বৈশাখের প্রচন্ড তাপদাহে অস্থির প্রাণ।
      তারিখ: ২১-০৪-২০২৪ ইং;