কীভাবে একদিন নিরাশ্রয়, অনাহারি হয়ে
আমার এই তটভূমিতে এসেছিলে তুমি ,
আর আমি তোমাকে দিয়েছিলাম
খদ্য, পানি আর আশ্রয়।


দিয়ে ছিলাম আমার এই দেহ মন,
দিয়ে ছিলাম আমার বুকডিঙ্গানো ভালোবাসা,
দিয়েছিলাম আমার এই রাজত্ব ,
তাতেও তুমি হলেনা আমার প্রেমে মত্ত ।


তোমার ভালোবাসা কতইনা দামি ,
চলে যাও তুমি , চলে যাবো আমি,
তবুও সর্গের মাঝে  
তুমিই হবে সবচেয়ে দামি।


হইতো তুমি এসেছিলে মরিচিকা হয়ে  
তোমারি ব্যথা আমি নীরবে যাবো সয়ে ,
কেওতো জানবেনা।  
শুধুই বলি এতটুকু ,দোষ তোমার না,  
এ আমার ভাগ্যের বিড়ম্বনা।