কত সুন্দর তুমি  কত সুন্দর ,
তোমার মাঝে নাইকো কোন,
আগের মত কোলাহল ।


সকালের সূর্য দেখাও তুমি,
মনের মতো করে ,
দেখতে দেখতে সকালের সূর্য
মনটা যায় যে ভরে ।


পায়ের নিচে নরম ঘাস
কতনা ভারি কোমল ,
ভাবতে ভাবতে কেটে যায় আমার,
সকালের সে প্রহর ।


রৌদ্রের দেওয়া আলোকিত মাঠ ,
সবুজের সমারোহ ,
পাশের বাড়ির বুড়োটা এসে,
শুকায় তাহার দেহ ।


এত কিছুর মাঝে তুমি,
কতনা সুন্দর ,
বলোনা তুমি বলোনা ,
কি দিয়ে করি তোমার কদর ।


হাসি খুসি মাখা দিনের শেষে ,
রাতের আঁধার এসে
এত সুন্দর ফসলের মাঠ ,
দেয় অন্ধকারে ঢেকে ।


এভাবেই চলে তোমার  আসা যাওয়া
মিলিয়ে আলো আর অন্ধকারের দেশে ,
ফিরে আসো আবার নতুন করে
নতুন রুপের বেশে ।