কবিতা তুমি!
কেনো এসেছো আবার
আমি তো তোমাকে ডাকিনি  
তবে কেনো আসলে তুমি ?
আমি তো বলিনি
আমার মাঝে আছে সৃষ্টির সব সুখ
আমি শুধু আমার মাঝে আমি ।
আমি তো বলিনি
আমার চোখে ঝরছে অঝর ধারায় জল,  
আমি তো বলিনি তোমায়
আমি শুধু আমার মাঝে আমি
তবে কেনো আসলে তুমি ?


কবিতা তুমি !
কেনো এসেছো দয়ার হাত বাড়িয়ে
আমি কি তোমাকে বলেছি লিখবো কবিতা ।  
তোমাকে কি বলেছি হারিয়েছি সব
আমার মাঝে বিরাজ করে শুধুই শূন্যতা।  
আমি শুধু আমার মাঝে আমি
তবে কেনো আসলে মায়া দেখাতে তুমি ?  


কবিতা তুমি !
কেনো বলছো এতো কথা
আমি কি তোমাকে বলেছি
আকাশের মাঝে তাঁরা আছে শত শত
তোমাকে খুঁজে নিবো বন্ধু সময় লাগুক যত ।
তবে কেনো এলে তুমি আবার নতুন করে আশা বাঁধতে  
সারাতে পারবে কি আমার ক্ষত ?  


কবিতা তুমি চলে যাও !
আমি চাইনা তোমাকে
চাইনা তোমার ভালোবাসা চাইনা কবিতা চাইনা
ক্ষমা করো আমায় কবিতা ক্ষমা করো ,  
আমি থাকতে চাই শুধু আমার মাঝে আমি ।


কবিতা তুমি নীরব কেনো !
বুঝেছি শত বার হাজার বার লক্ষ বার কোটি বার
চাইলেও তুমি ছাড়বেনা আমায়,  
আমি বুঝি তোমার মাঝে সব চাইতে দামী ?
তবে আসো লিখে ফেলি একটা কবিতা ,
নাম দিলাম কবিতা তুমি ।