মানুষ আজ বড্ড কঠিন
নিজেরই গান গেয়ে যায়,
অপর কেউ দুঃখ পেলে
তাতে সে সুখ খুঁজে পায়।


কেউ যদি কষ্ট পেয়ে
ছুটে আসে তার কাছে,
থাকে সে চুপটি মেরে
হাসতে থাকে তার পিছে।


গরীব আলীর ছোট্ট ভূমি
সামান্য আয় করে খায়,
তাতে তার নজর গেলে
কৌশলে তা কেড়ে নেয়।


রূপসী মেয়ে দেখতে ভালো
করে যে সবাই সুনাম,
শকুনের নজর তার প্রতি গেলে
হারায় সে মান সম্ভ্রম।


বাবার যে একটি ছেলে
পড়াশোনা করছে ভালো,
গ্রামের ঐ মূর্খ মাথা
নিভিয়ে দেয় তার জীবনের আলো।


আহারের অভাবে পরে মানুষ
ছুটে যায় কারো দুয়ারে,
যা! যা! বলে তাড়িয়ে দিয়ে
নিজেরা খায় পেটটি ভরে।


এমন এই শীতের রাতে
কত মানুষ রাস্তায় থাকে,
মন গলে না যাদের দেখে
তবুও কি তাদের মানুষ বলে?


পৃথিবী কত সুন্দর হতো
আরামে সবাই থাকতাম,
একটুখানি ভেবে দেখবো কি-
আমরা মানুষ যদি হতাম।