আমরা তাদেরকে ভুলবো না ৷
ছন্দ: মিশ্রছন্দ ৷


আমরা তাদেরকে ভুলবো না,
আমরা তাদেরকে ভুলবো না,
যারা জীবনের মায়া ত্যাগ করে
অজস্র রক্ত বিলিয়ে দিয়ে
রেখে গেলো আমাদের তরে স্বাধীনতা ৷
আমরা তাদেরকে ভুলবো না,
আমরা তাদেরকে ভুলবো না ৷


তাদের রক্তের এক ফোটা ঋণ
আমরা পারবো না শোধ করে দিতে,
তাদের প্রতি কৃতজ্ঞ ছাড়া
আমাদের আর কি করার আছে,
আমরা যতদিন বেঁচে রবো এই পৃথিবীতে
ততদিন তাদের গুণগান গেয়ে যাবো মুক্ত মনে,
তাদের অজস্র রক্তের বিনিময়ে  
আমরা পেয়েছি এই স্বাধীনতা,
তাদের অগণিত জীবনের বিনিময়ে
আমরা পেয়েছি এই স্বাধীন চলা,
তাদের রক্তের ঋণ, তাদের জীবনের ঋণ
আমরা পারবো না শোধ করে দিতে ৷


তাদের রক্তের অর্জিত সম্পদ
আমরা রাখবো ধরে বুকের মাঝে যতন করে,
সে সম্পদের দিকে কেউ  কু-চোখ  দিলে
আমরা থাকবো না আর ঘরে বসে,
বীরের মতো গর্জে উঠে
উৎখাত করে দিবো তাদেরকে ৷


কোন ধরনের অপশক্তির
ঠাঁই হবেনা এ বাংলাদেশে,
সকল শক্তি প্রয়োগ করে
উৎখাত করে দিবো তাদেরকে,
জীবনের সকল শক্তি দিয়ে
টিকিয়ে রাখবো এ স্বাধীনতা,
এ স্বাধীনতা যে আমার
পূর্বসুরীদের রক্তে কেনা ৷


তাদের প্রতিবাদে
আমরা হয়ে যাবো বীর বিদ্রোহী সেনা,
তারা যতই শক্তিশালী হোক না কেন
তাদের পতনে রাজপথ ছাড়বো না,
তাদের পতন দিয়ে
আবারও মুক্ত করবো এই বাংলার সীমানা ৷


এই কবিতাটি মিশ্রছন্দে রচনা করেছি, প্রায় প্রতিটি ছন্দে ছন্দে মিশ্রছন্দ প্রকাশ পেয়েছে, এই মিশ্রছন্দের একটি অন্যতম বৈশিষ্ট্য হলো, শব্দ এবং ছন্দ বুননের যথেষ্ট স্বাধীনতা, এবং পরস্পর ভাষা প্রয়োগের ইচ্ছাধীনতা, যার ফলে অন্যন্য ছন্দের কবিতাগুলোর মতো, অথবা তাদের চেয়ে একটু বেশি এ ছন্দের কবিতা শ্রুতিমধুর ও সুরালো হয়েছে এবং পারস্পরিক বাক্যের উচ্চারণ এবং ছন্দের প্রয়োগ আরও সহজ সরল হয়েছে,  জটিল এবং কঠিন বাক্যগুলো এ-ছন্দ থেকে বাদ পরেছে, যার ফলে এ কবিতাটি একটি আধুনিক কবিতার রূপ নিয়েছে, যা রচনা করা সবার পক্ষে সহজ হয়ে দাঁড়িয়েছে, তাই আশা রাখি বর্তমান প্রজন্মের নূতন নূতন কবি সাহিত্যিক মহোদয়গণ এ সহজ সরল আধুনিক পথ পন্থাটি সাদরে গ্রহণ করে নিবে ৷


#everyone