আয়েশি ঢঙে কেটে যায় জীবনের সাঁজবেলা
অপূর্ণতার রক্তিম সূর্য বারে বারে উকি দেয় নিদ্বিধায়
মানসিক শান্তির মানবিক গল্পে জমে ওঠে জীবনের মলাট
অলৌলিক আধ্যাত্নিকতার তপোবনে ক্ষণে ক্ষণে স্বস্তির নি:শ্বাস
সবকিছুই ছেয়ে আছে জীবনের ভাঁজে ভাঁজে
স্নিগ্ধ সকালকে হারামাইনের সুগন্ধি বানিয়েছে পবিত্রতার অনুরাগে।
তবুও অনুপম কারুকার্যের শোভিত উদ্যানে বাস করে
সংস্কৃতি ও সভ্যতার মনিকাঞ্চনে প্রশান্তির স্বর্গীয় পরশ মনে বয়ে
আমি ধিরে ধিরে হারিয়ে যাচ্ছি
অনন্ত ব্রক্ষান্ডের অন্তহীন দিগন্তে।