পিঠুলি গাছে বসে ঐ নীল নয়না
করতে পারো কতইনা ছলনা।
সবে আদর করে তোমায় ডাকে ময়না
এর জন্য বুঝি,এত বাহানা।
খোলা আকাশে মেলেধরো যখন পাখনা
তোমারে না দেখে থাকতে পারিনা;
বিন্দু বিন্দু জলে সিক্ত তোমার ডানা
মুক্ত হয়ে জগৎ কে করেছো ফ্যানা।


সারা দিনটা উড়ে বেড়াতাম
যতই থাকুক মানা;
থাকতোনা সকালে
দাত মাজার ঝামেলা।
অচিন পুরে হারিয়ে যেতাম,
আকাশ ধরার মিলন দেখতাম;
পূর্ণ হতো অন্তরে সুপ্ত বাসনা
থাকতো যদি তোমার মতো দুখানি পাখনা।