কি আর কবিতা লিখব আমি  হাই!
কবিতার ভাষা খুজে নাহি পাই;
সদা,মনে মনে ভাবি তাই
যাতা লিখলে পাবকি পাঠক কুলে ঠাই?
ভাবি বসে একাকি
কবিতার ভাষা কোনদিন খুজে পাব কি?
ফুলতো অনেক ফুটে ফুল বাগিচায়
গোলাপ ছাড়া অন্য ফুল কারো নজর না যাই
নগন্য আমি পাব কি পাঠক কূলে ঠাই!
আমি বলি কী তাই,মানুষ কেন গোলাপের চাই,
বলি শুনোহে সখাগন,
শুধু গোলাপ নয়,নয় কনো সূর্যমুখি
তোমার চিত্ত  যদি হয় বিকশিত
নগন্য 'ভাট' ফুল করিবে হৃদ পুলোকিত।।