তুমি অপরুপা,চাইনা চক্ষু ফেরাতে
তুমি ফুলবতী,মন চাইনা অন্য কিছু ভাবিতে।
প্রিয়া,তুমিই বলো এটাকি মোর বোকামি?
প্রিয়া বলে,'বোকামি নয়,এটা তোমার বুড়োখোকামি!'
শত চেস্টায় যে কথা বলতে পারিনা
শত আশাতে যে কথা লিখতে পারিনা
তোমার পরোশে
কবিতার ডালি উঠে ভরে ।
তুমি অপরুপা,চাইনা চক্ষু ফেরাতে
তুমি ফুলবতী,মন চাইনা অন্য কিছু ভাবিতে।
তোমার নামের স্পর্শ গুনে
উথলে উঠে হিয়া;
ঢেউয়ের দোলায়
যেমন চলে খেয়া।
তোমার না বোলা কথা
সে তো মোর কবিতা;
আমার হৃদ-জমিনে
তুমি কচি পাতা।
তুমি অপরুপা,চাইনা চক্ষু ফেরাতে
তুমি ফুলবতী,মন চাইনা অন্য কিছু ভাবতে।