বিদায় বেলা জানা কথাও হারিয়ে ফেলি
তবুও যে মন চায় কিছু কথা বলি।
বিদায়ের ক্ষণ হয় অবিস্মরণ,
তাহা ভুলে না কেহ ব্যতিত মরণ।
অতীতের কথা হলে স্মরণ
উঠেনা এগুতে পদ চরণ।
ধ্বংসের মুখ পানেও
এগুতে হয় নিয়তির টানে।
নয়নের জল করে টলমল
আশা আকাক্ষা সবই কি হবে বিফল?
হতে হয় নির্বাসণ দিয়ে সব বিসর্জণ,
থাকে না পাশে কেউ আমরণ।
যেতে নাহি মন চায়
তবুও যে যেতে হয়,
সবারে ছাড়ি হায়!