হে ফাগুন, তুমি জগমোহন তনয়া
কালাগ্নি নও তুমি, স্পন্দিত শম্পা।
চূতলতা তন্দ্রাবিষ্ট আগমনে মাঘী সম
তুমি যবে দ্বারস্থ বসন্ত ঋতু কুবের।
ঘ্রাণেন্দ্রিয়ে করিয়া ক্ষত, চলিছ অবিরত
মুহিত অর্ধ ষণ্মাস একাকী সম।
কুলিলের কুহুতান, দোয়েলের জয়গান,
ফুলবনে অলির গুঞ্জণ, শাখায় নব পত্র
পবনে আমের ঘ্রাণ,
সবি তোমারই দান, তুমি মহান।