বর্ষার গুড়ি গুড়ি বৃষ্টির মতো
ঝরছে বেদনা আমার,
ঝরে ঝরে শেষ হয়ে গেছে ব্যথা।
প্রসন্ন মনে ওই দুর্বাঘসের সকাল আমি
যাকে প্রভাতের শীতের নিয়র,
ধুয়ে দেয় সমস্ত কাল রাতের ময়লা।
আমি সিক্ত চির সবুজ এক
বসন্তের কোকিলের মতো কোন নীড় নেই আমার,
আমি কোন যাযাবর নই গোটা দেশ আমার।
আমার রন্ধ্রে রন্ধ্রে রক্ত কণিকায়, ধমনীর
সকল নীল রঙ ভূপাতিত হয়েছে,
আমি ঘাস হয়ে নিরবে রইব
কাঁশ ফুলের গোড়ায়।