ভালো বাসা মানে মুখোমুখি বসিবার
ভালো বাসা মানে দুই মন এক প্রাণ,
ভালো বাসা হলো প্রথমত দেখিবার
ভালো বাসা মানে বৃষ্টির জলে স্লান।

ভালবাসা মানে প্রথম মিষ্টি ভাষা
ধীরে ধীরে কাছে আসা দেহ ঘেঁষে বসা,
সবচেয়ে শেরা ভালো মানুষের পাশা
তারপরে লেনাদনা নাগলের- চাষা।

ভালবাসা মানে ফসলের ছড়াছড়ি
নইতো ক্ষেতের ক্ষত বিক্ষত চড়া ,
ফসল বিহীন ক্ষেত্রের বাহাদুরি
নিজের লুকোনো ফোঁটা অশ্রুর ঝরা।