খোকার ছুটি


-/মুহাম্মদ মুসা,(শুভ) ।//
খোকার মুখে কতো হাসি পুজার ছুটি পেয়ে,
খোকা হাসে খুকু হাসে দেখব না কে চেয়ে।


নেই কভু পাঠ সকল বিকাল মাতবো সাড়া সাড়া,
আয়রে তোরা আয়রে বন্ধু হুল্লো করি দাঁড়া ।


আজ ভেসেছে আনন্দ ভাস নাইরে কিছু বাঁধা
গল্প শুনব দাদির কোলে শুনব শেষের দাদা।
গাছে গাছে ফুল ছিঁড়িব দেখব নাটক  ঢিভির
সবাই মিলে নাট বল্টুর ঐ দেখব হিবিজিবির।


মামার বাড়ি গ্রামে গঞ্জ আম্মুর সাথে যাই
আম্মু বলছে যাবে যাবে যেদিন ছুটি পাই ।


কাঠের কোটা নৌকা আছে বাঁধা সাড়ি সাড়ি
বড়ো বড়ো নদীর ভিতর জলের ছড়াছড়ি ।


ইলিশ মাছের টাটকা স্বাদে খাইব মজা করি
কাশ ফুলের সেই ফুলগুলি তার লইব হাতে ভরি।
অনেক অনেক মজা হবে নানা নানুর পাশ
কাঁচা ফলের পাঁকা কাঁচা  গন্ধ নেবো ভাস।
/পদ্য ছন্দ//