এই পৃথিবীর মঞ্চে/ উপস্থিত সুধী
কেউকে খুঁজি না আজ/, মানুষের মধ্যে,
মানুষ সত্য কে খুঁজি/ কতটুকু মেলে
জীবন বৃত্তান্ত জুড়ে/ আছে কি সান্নিধ্যে।
জাতি ,ধর্ম ,বর্ণ ,গোত্র/ কোনো পরিচয়
আমার জানার ইচ্ছা/ না আছে পোষণ,
আমি চাই তার মধ্যে/ কতটুকু সত্য
কত মানুষ সত্যকে /করেছে গ্রহণ।
আমি মানুষের মুখ/ খুঁজতে আসিনি
খুঁজতে এসেছি সেই/ এক মানুষত্য
পবিত্র হৃদয়ে এক/ উজ্জ্বল প্রজ্বলে
মানুষের হাসি মুখে/ অমলিনে পোক্ত।
মানুষ বলতে এক/যে জীবকে বুঝি,
আমি মানুষের মধ্যে /মানুষত্য খুঁজি।
৮+৬ অক্ষরবৃত্ত
- মোঃ মুসা