নারী সুন্দর নাকি এ প্রকৃতি দু'টো সুন্দর
করে শিহরিত নারী বা প্রকৃতি যখনই দেখি,
প্রশান্তি এনে দেয় বাংলার আপামর কাছে
নারী বা প্রকৃতি যে সুতোয় বাঁধা মিলে গেছে সে কি?


এই বাংলায় জন্ম আমার ধন্য করেছে ছড়ানো সবুজ
যেখানে রয়েছে একখানা ঘর বৃক্ষের কোলে,
সাথে প্রতিবেশী পাখির গানেই ঘুম ভেঙে যায়
দেখেছি নারীর অপূর্ব রূপ শাড়ির আঁচলে।


এই বাংলার অপরূপ দেখে হৃদয় জুড়ালো
রমণীর মুখ শীতল করেছে অদেখা ভুবন,
এই প্রকৃতির চারদিকে দেখে শিহরিত করে
নদী ও নারীর একসুতা গেঁথে চলে বহুকাল....


প্রকৃতির কোলে নব যৌবনে ডাকে বসন্ত
ঝকঝকে এক চঞ্চল মনে ফুটন্ত ফুলে,
কচি কচি মনে কন্যার কাছে  কচি যৌবনে
চুলের খোঁপায়, পায়ের ছন্দে সুবাতাস তোলে।