নারী আমার জান
নারীর জন্য জীবন বাজি ধরতে পারি,
সাত সমুদ্র তেরো নদী দিতে পারি পাড়ি।
নারী আমার টান।


নারী আমার স্বপ্ন
জীবন যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মাঠে ঘাটে পরে,
হাজার পুরুষ লড়াই করে সকাল সন্ধ্যা ধরে।
নারীর খুশি আমার খুশি
নারীর সম্মান।


নারীর মুখে প্রশান্তির ঐ
ছায়া শীতল নামে,
ক্লান্ত পথে হাসি ফুটে
দুঃখ যেথায় থামে।


নারী ঘরের প্রধানমন্ত্রী
সৌন্দর্যে চোখ জুড়ায়,
তোমার তরে সাত জনমের
কষ্ট আমার ফুরায়।


নারী প্রেমে ব্যর্থ হয়ে পুরুষ নিঃস্ব হয়ে আসে
সোনার মোহর তুচ্ছ জিনিস নারী তোমার কাছে।


নারী আমার মায়ের স্নেহ নারী আমার বোন,
নারী আমার অর্ধাঙ্গিনী নারী আমার প্রাণ।


আমার ভেতর ভাগ করলে পাবে দুটি অংশ
একটা হলো আমি নিজে আরেক নারীর অংশ।