কবি রফিকউজ্জামান শিক্ষা গুরু যখন হয়ে গেলো,
ভয় করিনা উড়তে গিয়ে বলছি ডানা মেলো।
যার কণ্ঠ শোনার লাগি বেতারে ছিলে কান,
শুনছি তিনি গানের কবি শ্রেষ্ঠ লিখে গান।
চিঠিপত্র জবাব শুনি শুক্র শনি এলে
মনটা বলে এমন কবি কবে দেখাই মেলে।


মনে একটা বুদ্ধি এলো ফেবুতে দেই সার্চ
হঠাৎ দেখি ভাসছে যেনো পেয়ে গেলাম বাচ্
প্রথম তাকে ফলো করছি বলছি তার ভক্ত,
তখন যেন আরও বেশি হলাম স্নেহে পোক্ত।
বলছি তাকে বন্ধু হতে করছি রিকোয়েস্ট,
দিছে রিসিভ বাজল ডোল সত্যি যিনি বেস্ট
একদা তাকে লেখে কবিতা বলছি হলো তাই?
সে বলেছে যে বিষয় ভালো ছন্দ কেনে নাই


তার পরেতে ছন্দ শিখি হলে শ্রদ্ধে গুরু,
এই আমার কবিতা লেখা নতুন করে শুরু।
তার পরেতে কানাঘুষার ধার ধারিনা কারও,
লেখব আমি আমার মত শেখব আমি আরও।


সামনে কভু এগিয়ে যেতে লাগে দিক দর্শন
মুরব্বির দোয়া লাগেই লাগে কঠোর শ্রমে- মন।
নিজেই কভু বেশি বুঝলে যাবে গোল্লা ভাই,
নিচু লোকের বুদ্ধি থেকে আমি বাঁচতে চাই।