সখি মিলনের মালা হাতে ছিল
দেইনি তোমার গলে,


এমন দিবস আর কি আসিবে
যাওনি কেন বলে?


এ যাওয়া তো শেষ যাওয়া নয়!
না গেলে হতো ভাল.


দু'বাহুর বন্ধনে ধরনীর বুকে জ্বলতো নব আলো ।


শুধু তাকিয়ে ছিলাম পথ দ্বারে
কেমন করে যাও,


হৃদয়ে আকুলতা ছিল যদি ফিরে তুমি চাও!


তবু ও চলে গেলে তাকাওনি আর ফিরে,
পাথর হৃদয়টাকে পাথর দিয়ে রেখেছিলে ঘিরে।


নিলে না তো বিদায় বেলায়
বিদায় বারতা ।


আজ মনে পড়ে বার বার চলে যাওয়ার কথা।