মা বলতো, খেটে খেয়ে
এই জগতে জীবন গড়!
শিক্ষা জগৎ বাদ-দে ভাজান
গরিব কূলে জন্ম তোর।
উচ্চ আয়েশ করবি না তুই
তুই যে নিচু অন্যের থর।
দুই মুখেতে অন্ন তুলি
খেটেছি আমি জীবনবর;
চলবে নাকো টাকার কারবার, আর জাতি!
মোর আবাস দেয়নি বুঝে
শেয়ান ঝাড়র কারসাজি।
ঘুরেছি পতির ধারে ধারে
নয়ন ঝরে বৃদ্ধ মার,
অনন্ত ঘুম ঘুমাবি কাল
ভোগ করে নে মোর মাটি।