ভাইয়েরা দিয়েছে প্রাণ,
মায়েরা দিয়েছে মান।
শহীদে সেবা করেছে কে?
মা বোনেরা সকলে।


ভাষার জন্য সেদিন,
রফিক, শফিক, সালাম, বরকত ঝাঁপিয়ে পরে।
তাঁদের উপর ৪৪ এর গুলি বর্ষণ করে।


তাঁদের স্মৃতী লিখে রাখবে কারা?
ভাষার জন্য জীবন দিলো যাঁরা।
তাঁদের স্মৃতী আজ মলিন হয়েছে,
তবে ইতিহাসে আজো তাঁদের ঘনঘটা আছে।


তাঁরা আজো স্বরণীয় ইতিহাস মাঝে,
তাঁরা আজো বরণীয় নবীনের সাজে।
তাঁরা বেঁচে আছেন মাতৃভাষার খোঁজে।
                                           (অরণ্য🌸)