মায়ের মন কে বুঝে রে ভাই,
মায়ের মতো দরদি আর এই ভুবনে নাই।


দশমাস, দশদিন মায়ে রাখিল উদরে,
কলিজাতে মারলাম লাথি সইলো নীরবে।


প্রসব ব্যাথ্যার কত জ্বালা জানে শুধু মায়,
এমনও দীনদুঃখী মায়রে কেমনে ভুলিয়া যায়।


আমি যখন কান্দি ও ভাই বেলায় অবেলায়,
সব কাজ রাখিয়া মায়ে আমায় কুলে উঠায়।


চুমাতে চুমাতে মায়ে দেয় ঘুম পাড়ায়,
কোমল হাতের পরশে,নামে স্বর্গ দুনিয়ায়।