আমার একটা ছোট্ট সোনার গ্রাম
রূপসির মত সেজে সে
মুগ্ধ করে সবার প্রাণ ।
গর্ব করে সবাই বলে
এটিই আমার গ্রাম ।


পাখির ডাকে সাঁজ-সকালে
সবার ভাঙ্গে ঘুম
সোনার ফসল করে চাষ
কৃষক ভাইয়ের দল ।
মনের আনন্দে গায় তারা
নানান সুঁরের গান ।


আষাঁঢ় মাসে খাল-বিলগুলো
পানিতে করে থৈ থৈ
ছেলে-বুড়ো একসাথে মিলে
ধরে  বোয়াল, পুটি রুই ।


সহজ সরল মানুষ মোরা
কভু নাহি করি ঝগড়া
কেহ কারো সনে
এভাবেই মিলে-মিশে আছি
বহুকাল ধরে ।