জীবন মানে দুর্বিপাকে ভেঙ্গেপড়া নয়,
জীবন মানে নতশিরে স্থব্ধ থাকা নয়,
জীবন মানে অবজ্ঞার তাপে গলে যাওয়া নয়,
জীবন মানে অদৃষ্টকে মেনে বসে থাকা নয়
জীবন মানে ঘন-সিয়ায় ডুবে থাকা নয় ।


জীবন মানে অশুভকে নির্ভীকচিত্তে হটিয়ে তোলা ।
জীবন মানে জীবন দানের রক্তঘোড়ায় চলা ।
জীবন মানে ভীম রণভূমেও সত্যপথে অবিচল থাকা ।
জীবন মানে বাঁধা আর গ্লানি মুছে
স্বলালিত স্বপ্নে উজ্জীবিত করা ।
জীবন মানে ঔদাসীন্যে না কেটে
কর্মঠ্যে লেগে থাকা ।
জীবন মানে স্বনীড়ে থাকা
কাব্যভাণ্ডার অকাতরে পরের তরে
সূর্যের ন্যায় ছড়িয়ে দেওয়া ।