বিদায় দে মা আমায় ঘুরে আসি,
হাওয়ায় হাওয়ায় ধ্বনি আসে,
শতকাল ধরে বাংলার শত শুষিত,নিপীড়িত,অধিকার বঞ্চিত
মানুষের ভিরু আর্তনাদ ।


আমায় যেতে দে মা,মুক্তিপাগল সংগ্রামী জনতার
কণ্ঠে কণ্ঠ মেলাতে ।
শেকল পরা অসহায় আত্মার সাথে
বজ্রশপথ নিতে ।
শোষকের,দানবের রণহুংকারের স্পর্ধিত
জবাব দিতে ।


আমি ফিরবো না মা,
যতক্ষণ,নির্যাতিত মানবাত্মার ক্রন্দন
আকাশে বাতাশে ধ্বনিবে,
যতক্ষণ,শোষকের খড়গ কৃপাণ
ভীম রণভূমে রণিবে ।