জানতে ইচ্ছে করে,মনের মাঝে প্রশ্ন জাগে,
কে এলো দীপ্ত পায়ে হেটে ?
কার আসাতে জনতার ঢল নেমেছে রেসকোর্স ময়দানে ?
কে দিয়েছে স্বাধীনতার ডাক ?
অশুভকে তাড়িয়ে দিয়ে দেশের মাটি করতে পাক।
শত্রুকে ভয় নয়,নির্ভীকচিত্তে দিতে হাক।
কে অগ্নিশিখার দহন ধরিয়েছে বাঙালির প্রাণে ?
হটাও আজি শকুন পাখিকে,
রাজপথ মুখরিত কর বাংলার স্লোগানে ।
কে জীবনের ৩২টি বছর কাটিয়েছে ?
বঞ্চিত নিপীড়িত জাতির অধিকার আদায়ে,
মাঠে-ঘাটে,রাজপথে,মঞ্চে আর কারাগারে ।
কে সে ?
যে তার আপন প্রাণ,
হাসি মুখে দেশের তরে কুরবান করেছে ?