সুখ সুখ বলিয়া কাদিওনারে মোর মন মনাই ,
এই ভবেতে সুখি মানুষ নাহি খুইজা পাই ।
ধনি বল গরীব বলো
বাদশা কিংবা ফকির বলো !
যাহা পায় আরো চায়
পাওয়ার স্বাদ নাহি মিটে ভাই,
বলো, কেমনে তাকে সুখি বলে যাই ।
দুনিয়ারি স্বল্প সুখে ব্যস্ত মোরা সবাই
সুখ সুখ সন্ধানে বুঝি প্রাণটা হারাই ।
আসল সুখের ঠিকানাটি গেছি ভুলে মোরা ভাই,
চিরসুখের সন্ধান পেতে প্রভূরও দাসত্বে যাই ।