যখন ছোট ছিলাম তখন সবাই ভালোবাসা দিয়া আগলিয়ে রাখত
   বুঝতে পেতাম না তাই;
দুনিয়াটা কি? জীবনটা কি?


সুসময় ছিল বলে,
   ভাই/ব্রাদার ডাকত লোকে
জরিয়ে ধরত বুকে বুঝতাম না তাই,
  বিপদ কি? অবহেলা কি?


আজ বহুদিন ধরে,
   রাতে চোখে জল ঝরে ;
আর স্মৃতিতে ভাসে সেই কাটানো
          বেলা,
সময়ের ব্যবধানে,
      আমি আজ  যেখানে
বুঝতে পারছি আমি কত একেলা!


তবে সেটাই ভালো পৃথিবী যত সহজে  
          যাবে চেনা,
ঠিক ততটাই ভালো হবে তোমার জন্য
       হতে খাঁটি সোনা।।
কাউকে দোষও না
  শুধু নিজেই খোঁজো নিজের ঠিকানা।।