সোনালী ফসল, রূপালী ইলিশ,
                       সবুজে ঘেরা গ্রাম-
এমন-ই এক বাংলা মাকে-
                       আমরা চিনিতাম ৷


ডিজিটালের হিংস্র ছোঁয়ায়,
                       সবই যেন হারাল মায়!
উর্বর মাটি, সোনা মত খাটি-
                       চারিদিকে আজ বালি!
যেখানে ফলতো সোনার ফসল,
                       আজ সে মরুর ধুলি ৷


শিশির ভেজা কাঁচা সড়ক- ছিল আঁকাবাঁকা ৷
হারিয়ে গেছে সেই মেঠো পথ, আজকে সবই পাকা ৷


চাঁদ উঠেছে মাথার উপর,
                       বাঁশ বাগান আজ নাই-
পারমানবিক বোমার সদা,
                       গন্ধ আমি পাই ৷


মা তুমি কি ফিরবেনা আর,
                       সবুজ শ্যামল রূপে ?
বলতে কি আর পারবনা মা,
                       উর্বর তোমাকে!


ইট পাথর আর বালিকনা,
                       ফিরতে তোমায় আর দেবে না ৷
সবুজ শ্যামল বাংলা মাকে,
                       সেই রূপেতে আর পাব না!


© Md Saiful Prime