দেখ: গাছের ডালে এক টুনটুনি পাখি ৷
নেচে নেচে টুন টুন বলে যায় সে কি ?


গাছের ডালে সে দিয়ে যায় দোলা,
পাতা নড়ে- ঝরে কিছু "শিশিরের ফোঁটা" ৷


কঠিন শীতল হাওয়া বইছে নগরে-
অনেক গাছের পাতা পড়বে যে ঝরে ৷


শিশির ধুয়ে দিবে ঝরা সেই পাতা-
অনেকে বুনছে দেখ- নকশী কাঁথা ৷


সিমের লতাগুলো ভরে গেছে ফুলে-
অল্প বাতাসেই, দেখ তারা দোলে ৷


কাঁচা সড়কে আর রইবেনা কাদা,
তুলে রাখ সকলেই বর্ষার ছাতা ৷


গাছি ভাই দা-খানি দিয়ে নিল ধার,
এখন অনেক বেশী ব্যস্ততা তার ৷


সূর্য ক্রমশ দেখ হেলে যায় ডানে,
এখন-ই পচন বুঝি ধরিবে পানে ৷


ধান কেটে সবজির- চল করি চাষ,
নবান্ন চারিদিকে ছড়ায় সুবাস ৷


ঘরে ঘরে পিঠা আর খেজুরের গুড়-
খই, চিঁড়া, মোয়া খেতে লাগবে মধুর ৷


নিঝুম রাতে যখন সকলেই ঘুমে
টিনের চালে শিশির পরে টুনটুনে ৷


ভোর বেলা ঘুম থেকে উঠা বড় দায়!
কেহ যদি খাট থেকে টানিয়া নামায় ৷


হয়তো-বা ঘুম থেকে উঠা হবে তবে;
না হয় খাটেতে-ই দুপুর গড়াবে ৷


এসি খানা চলছে না, চলছে না ফ্যান;
ঝিঝি পোকা করছেনা, আজ ঘ্যান ঘ্যান ৷


পুকুরে চায়-না কেহ সাতরে বেড়াতে,
ছাদে বসে আড্ডা, হবে না এ রাতে ৷


ছোট শিশু পানি দেখে দৌড়ে পালায়;
বুড়ো দাদু খড়েতে আগুন জ্বালায় ৷


© Md Saiful Prime