এলো ঈদ, আজ রওনা হলাম-চিরচেনা মোর গাঁয় ৷
যার পাড় ধরিয়া, মেঘনার ঐ কোলাহল বয়ে যায় ৷


ছোট ছোট ঘর, নেই কেউ পর, আমার সোনা গাঁয় ৷
খুব সকালে রাখাল ভায়েরা পাল নিয়ে মাঠে যায় ৷


মেঘনার বুকে নাও ভাসিয়ে, মাঝি ভাই গান গায় ৷
আমার বড় ইচ্ছে করে, চড়তে মাঝির নায়ে ৷


এখানে কেটেছে শৈশব আমার, এখানে-ই বেড়ে ওঠা ৷
এইতো আমার স্মৃতি ভরা গ্রাম, এইতো আমার মাতা ৷


জীবিকার খোঁজে দেশান্তরী,
কত দেশেতে ঘুরিয়া ফিরি, কত অচেনা মুখ ৷
চিরচেনা মোর গাঁয়ে ফিরিয়া, মুছে গেল সব দুঃখ ৷


গাছে গাছে ফুল, আমের মুকুল সবই আছে মোর গাঁয় ৷
তবু কি করে বল মন, মা তোমায় ছাড়িয়া যায়!


যেতে হবে যাই, আবার আসিব, আসিব আবার ঈদে ৷
শিশির ভেজা সকাল বেলায়, অথবা সন্ধ্যাতে ৷


© Md Saiful Prime