আমি বানভাসি, আমি জলে ভাসি, ভাসছে ঘরের চাল-
অনেকেই আজ মরছে ডুবে, কে ধরিবে হাল!


মাথায় করিয়া সন্তান বই, ডুবেগেছে পুরো দেহ-
একটু খানি আহার লইয়া, আসিত যদি কেহ!


আমি বানভাসি, আমি জলে ভাসি, কর মোরে উদ্ধার-
ডুবিয়া গিয়াছে সব কিছুই, বাকি নাই কিছু আর ৷


কলিজার টুকরা সন্তান আমার, স্রোতে ভাসিয়া যায়-
আমি মা শুধু তাকায়ে আছি, বড়-ই নিরূপায় ৷


স্রোতের টানে দিক বেদিকে ছুটছি এখন আমি-
আমি মরিলেও বাছাধন আমার, বাঁচিও জগৎ স্বামী ৷


সারা গাঁয়ে আজ নেই কোন পথ, ডুবিয়া গিয়াছে সবই-
আকাশযানে চড়িয়া কেহ, তুলছে তাহার ছবি ৷


পথ গুলো আজ নেইযে পথে, রেল পথ হল সাঁকো-
মিত্রবাহিনী খুলে দিছে দ্বার, এ জল থামবে নাকো ৷


পুকুর, জমি, উঠান, সড়ক বইছে সমতলে-
অনেকেই আজ পাইছেনা ঠাই, ডুবিয়া গিয়াছে জলে ৷
হে মানুষ যারা ডাঙ্গায় আছ, কর মোরে উদ্ধার-
বানভাসি আমি জলে ভাসি, চাই বাচার অধিকার ৷


© Md Saiful Prime