এ এক রাতের গল্প, বসেছিনু ছাদের কোনে ৷
পূর্ণিমা চাঁদ ছিল; চারদিক ঝলমলে ৷
একাকী রাতে হাজার প্রশ্ন, ঘুরিল মনের মাঝে ৷
প্রিয়তমা মোর থাকিত যদি, এখন আমার পাশে!
কপালে একটি চুমু একেছিনু তার, চাঁদকে সাক্ষী রেখে;
বলেছি ওহে চাঁদ পৌছে দিও, চুমু খানি প্রিয়ার কাছে ৷


দিন যায় রাত যায় ব্যস্ত সময়, বহুদিন গেছে কেটে;
হঠাৎ মনে হল পূর্ণিমা আজ, উঠবে চাঁদ আকাশে ৷
হেটে তাই চলে যাই ছাদের কোনে, তাকিয়ে চাঁদের দিকে-
প্রশ্ন করি আমি, চুমু খানি মোর, পৌছেছ- প্রিয়ার কাছে ?


চাঁদের উত্তর পাইনি তখনও, হঠাৎ মাথায় যেন আঘাত চাপিল!
লজ্জায় চাঁদ থেকে ফিরিয়েছি মুখ-
প্রিয়তমা নেই আমার, শূন্য এ বুক ৷


পূর্ণিমা চাঁদ আর হলনা দেখা-
থাকে সে পরের ঘরে, আমি একা ৷
এখনও আকাশে চাঁদ, উঠিতে যে দেখি,
বলি তারে ওহে চাঁদ, হল একি ?


ভুলে গেছে প্রিয়তমা, ভুলনি মোরে-
তাই বুঝি বার বার আস ফিরে ?
নাকি আমার মতই প্রিয়া হারিয়ে, ঘুরছ চেনা পথে ?


চল আজ একসাথে গল্প করি, রাতভর ছাদের কোনে-
ভোর হলে দুজনেই হারিয়ে যাব, নতুন এক গল্প বুনে ৷


© Md Saiful Prime