আমি গোধূলি বিকেলে উড়িয়েছি ঘুড়ি,
                               দখিনের খোলা মাঠে ৷
বিকেল বেলায় বেরিয়ে যেতাম,
                               ফিরিতাম আমি রাতে ৷


শখের ঘুরি উড়িয়ে দিতাম,
                         নাটাই খানি হাতে-
মুক্ত আকাশে ভেসে বেরাত,
                         গোধূলি সন্ধ্যাতে ৷


আনন্দে মোর ভরে যেত বুক,
                         হাসিতে ভরিত মুখ-
বহুদিন পরে মনে পরিল শৈশবের ঐ সুখ ৷


মন চায় আজ যেতে ফিরে আবার খেলার মাঠে-
সেথা নেই মাঠ, আজকে'যে তা মিলিয়া গিয়াছে হাটে ৷


কালের জোয়ারে বহু স্মৃতি আজ,
                         পায়না সুখের দেখা ৷
বন্ধুরা সব কোথায় গেল,
                         ভাবছি দাড়িয়ে একা ৷


কোন দিনও বুঝি সেই মধুক্ষন, আসবেনা আর ফিরে!
চেয়ে দেখি আজ বয়স আমার, বাড়িয়া চলিছে ধীরে ৷


আকাশ পানে তাকিয়ে দেখি,
                       সেথা নেই কোন  ঘুড়ি-
আজ কোথাও নেই খোলা মাঠ,
                       চারিদিকে শুধু বাড়ি ৷


স্মৃতি হল- সেই শৈশব,
                      আসবেনা আর ফিরি-
পাব কি কোথাও আজ খোলা মাঠ;
                      ওড়াতে শখের ঘুড়ি ?


© Md Saiful Prime