হাজারো স্বপ্নের জালে জড়িয়ে মমে
মিথ্যা ভালোবাসার মায়ায় আটকিয়ে
আপন মনে হারিয়ে গেলে অচেনা পথে!


মায়াবন বিহারিনী এই ছিল আপনারি মনে
হারিয়ে গেলে এভাবে একাকীত্বের পাথারে
রেখে আমাকে!বারেক ভাবলে না কীভাবে!


চোখে চোখ রেখে হাজারো স্বপ্ন বলা
ভালোবাসার রঙে রাঙিয়ে চাঁদ দেখা
দখিনা বাতাসে উতলা মনে তব ভাবা
নিরব নিস্তব্ধ দীর্ঘ রাতে জেগে থাকা
মিথ্যা আশ্বাসে আঁকিয়াছ সবই বৃথা!


হবেন না কভু জেনেও ভালোবাসার রঙে
কেন রাঙিয়ে গেলেন চলে! কি অপরাধে
এই দীঘল সমনী জাগ্রত থাকা শিখালে!


মিথ্যা ভালোবাসার মায়ায় না আটকালে
মিছে স্বপ্ন না দেখালে পারতে!কেন দেখালে!
একাকীত্বের মূর্ছনায় তলিয়ে দিয়ে চলে গেলে


শতাব্দীর অমানিশার বিদঘুটে অন্ধকারে বসে
অপেক্ষার প্রহর গুনে তোমার তরে আসবে বলে
কভু আসবেনা!ভালোবাসি বলে থাকি অপেক্ষাতে!
ছলনায় রেখে গেলে অতলান্তিকে হারিয়ে!