তোমাকে বলছিলুম কথা পাঠাতে
তুমি সেই ভুলেই রইলে, একেবারে আমাকে
দিন শেষে গোধূলি বেলা ফুরিয়ে সন্ধা নামে
পাখিরা নীড়ে ফিরে নিস্তব্ধ জোৎস্না রাত শেষে
বেলা ফুরিয়ে যায় জীবন প্রদীপ শেষ বেলায়
নিভে নিভে ক্ষণে ক্ষণে! কথা পাঠাবে!


তোমার হাজারো ব্যস্ততার ভিড়ে
পরিণত হয়েছি আমি টেসু পেপারে
ব্যবহার শেষে ফেলে দিলে নর্দমার স্তুপে
যদি একটু ভালোবাসতে,শত মানুষরে ঠেলে
ব্যস্ততার মাঝে অল্প করে হলেও কথা পাঠাতে!


বেলা ফুরাবার আগে কথা না পাঠালে
হারিয়ে যাব বিদঘুটে অন্ধকারের পাথারে
অতলান্তিক মহাখাদে!বল কথা পাঠাবে!
ব্যথিত হৃদয়ে লালন করি তোমার কথা
বারবার উচ্চারিত হয়!একান্ত আত্মকথা!
কথা পাঠাবে!