চৈত্রের কোন এক রোদ্দুর বিকেলে
                  শ্রান্ত করতে এই ধরণী তুমি এসেছিলে,
স্বাগতম জানিয়েছে সবাই তোমার আগমণ
             কারণ তোমার উপস্থিতি ছিল খুবই প্রয়োজন।


প্রখর তাপে মাঠ-ঘাঠ করছিল খাঁ-খাঁ
                   খাল-বিল নদীতে শূণ্যতার ছবি আঁকা,
তরুলতা-গাছপালা মানুষ  প্রাণী কত আরো
                প্রাণে নিষ্প্রাণ হয়েছে তারা হয়েছে মরমর।


তোমার আগমণে নিয়েছে সবাই একটু পরিত্রাণ
       হয়ে উঠেছে ঝরঝরে আর ফিরে পেয়েছে তাজা প্রাণ,
প্রকৃতিতে তোমার কত অবদান বুঝি তোমায় ছাড়া
          সময় মত যদি না কর বর্ষণ হয়ে যায় দিশেহারা।


    “তাইতো বলি বৃষ্টি তুমি ধন্য, ধন্য তোমার কর্ম
        এইভাবেই পালন কর তুমি তোমার ধর্ম”


              “““““বরষার আয়োজন”””””