গুণতে-গুণতে আরো একটি বছর হয়ে গেল শেষ
বছর শেষে ফিরে এল পূনরায় ঈদের খুশির আবেশ,
আছে যত রাগ-অভিমান একে অন্যের প্রতি হয়ে যাক শেষ
শুরু হোক নতুন করে সম্পর্কটা সেটাই হবে বেশ ।


যতই মোরা ঈদ-ঈদ বলি এতো কেবলই ঈদ নয়
এতো মহা পূনর্মিলন সব ভূলে এক হওয়ার শ্রেষ্ঠ সময়,
ঈদ মানে দশের স্বার্থে নিজের স্বার্থ ভুলে থাকা
ঈদ মানে ধনী-গরীব ভুলে গিয়ে একসাথে থাকা।


ঈদ মানে কেবলই ঈদের নামাজ আর ফিন্নি-পায়েশ খাওয়া নয়
আছে যত ভেদাভেদ সবকিছু তুচ্ছ করে সম্পর্কের উন্নতিও যেন হয়,
আছি যত হিন্দু-মুসলিম মোরা ভাই ভাই
যত্রতত্র না ভেবে এসো সমাজটাকে নতুন করে সাজাই।


যেখান থেকে ভাল হয় সেখান থেকেই করি শুরু
বাধা-বিপত্তি যতই হোক সেটা তুচ্ছ কিংবা গুরু,
এসো সবই একসাথে উচ্চস্বরে বলি
বাধ্যবাধকতার শৃঙ্খল থেকে দেশটাকে এগিয়ে নিয়ে চলি ।