আমি কতো দেখেছি
নির্ভয়ে কেউ ছেড়ে দিয়েছে
আদরে পোষে রাখা ময়না।


আমি আরো দেখেছি
মনে কতো ভয় নিয়ে ছেড়েছে  ভিনদেশী পাখি
ডানা, পায়ে পরিয়ে শেকলের মতো গয়না।


সবই তো পোষা
তবে কেনো উড়তে দিতে ভিন্ন পন্থা?  


মূল্য?
হ্যাঁ,  তবে তাই!  
আবেগ একেক বস্তুতে অসমান।


তুমি পূর্ণ মুক্তি চাইতেই পারো
আমার হারানোর ভয়কে জিতিয়ে দিয়ে।


কিন্তু আমি চাই
তোমাকে হারানোর ভয় থেকে যাক,
তোমাকে হারিয়ে পাওয়ার আনন্দের চেয়ে
সারাজীবন একই ভাবে কাছে পাওয়ার তৃপ্ততা বেশী।